এখন চলবে বৃষ্টি, সপ্তাহান্তে ফের জাঁকিয়ে শীতের কামড়


Odd বাংলা ডেস্ক: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারেই শুক্রবার ভোররাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। তারপর বেলা বাড়তে একবার রোদ্দুরের মুখ দেখা গেলেও যতই দিন এগিয়েছে ততই বেড়েছে বৃষ্টির দাপট। যার ফলে শহর কলকাতায় তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। 

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। তবে বৃষ্টি কমলেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জাঁকিয়ে কামড় বসাবে শীত। সেইসঙ্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং-এ। 

প্রসঙ্গত, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সারাদিন বৃষ্টির জেরে রাতের দিকে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমতে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 
Blogger দ্বারা পরিচালিত.