স্কুলের মধ্যেই চলছে চুটিয়ে ‘প্রেম’, রুখতে এবার আলাদা করে ক্লাস!


Odd বাংলা ডেস্ক: ছাত্রছাত্রী’রা স্কুলের মধ্যে খালি ‘প্রেম’ করছে, এই অভিযোগে এবার ছাত্রছাত্রীদের আলাদা করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ! মালদহ জেলার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গিরিজাসুন্দরী বিদ্যামন্দির কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে এই এলাকায়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, ছাত্রছাত্রীদের কিছু ‘আচরণে’র জেরেই নাকি এই সিদ্ধান্ত।

কিন্তু, স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকদের একাংশের প্রশ্ন, ছাত্রছাত্রীদের আচরণ যেমনই হোক না কেন, এ সিদ্ধান্ত কি স্কুল কর্তৃপক্ষ নিতে পারেন? আবার ওই একই প্রশ্ন তুলেছেন ওই এলাকার বিশিষ্টেরাও। তবে, জেলা স্কুল পরিদর্শক জানিয়েছেন, তিনি বিষয়টি খোঁজ নেবেন। মালদহের বুলবুলচণ্ডী গিরিজাসুন্দরী বিদ্যামন্দিরে পঞ্চম ক্লাস থেকে দ্বাদশ ক্লাস পর্যন্ত পড়ানো হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যন্ত এটি শুধু ছাত্রদের স্কুল। আর, উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র ছাত্রী উভয়ই পড়ে। ওই বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে যে, একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী’র মোট সংখ্যা ২০১। তার মধ্যে ৪০ জন ছাত্রী।
Blogger দ্বারা পরিচালিত.