২০২০-র প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ দিচ্ছেন বায়ুসেনার দুই মহিলা লেফটেন্যান্ট, রয়েছে আরও চমক


Odd বাংলা ডেস্ক: ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকবারের মতো এবারেও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে বিশেষ আকর্ষণ। প্রথম এবং সবথেকে বড় আকর্ষণ হল, এবারের কুচতকাওয়াজে নেবেন দুজন ফ্লাইট লেফটেন্যান্ট গঙ্গাদীপ গিল এবং রীম রাই।

এবারের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজে অংশ নেবেন এয়ার ফোর্সের প্রায় ১৪৮ জন সদস্য। আর এতেই সুযোগ পেয়েছেন দুই মহিলা কর্মকর্তা। শুধু তাই নয়, এবারে ২৬ জানুয়ারি ট্যাবলোতে থাকবে রাফাল এয়ারক্র্যাফ্ট, লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট, লাইট কমব্যাট হেলিকপ্চার, সারফেস টু এয়ার গাইডেড উইপন আকাশ মিশাইল সিস্টেম এবং অস্ত্র মিসাইল। 


ভারতীয় বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার অশোক কুমার গত ২৫ বছর ধরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেডে আইএএফ দ্বারা পরিচালিত ব্যান্ডের অংশ হচ্ছেন। এবারও তিনি কুচকাওয়াজে যোগ দেবেন বলে জানা গিয়েছে। অশোক কুমারও গত ১২ বছর ধরে এই ব্যান্ডটির নেতৃত্ব দিচ্ছেন।
Blogger দ্বারা পরিচালিত.