শীর্ষ আদালতের কাছে প্রাণভিক্ষার আর্জি নির্ভয়ার ধর্ষকের, শুনানি হবে ১৪ জানুয়ারি
Odd বাংলা ডেস্ক: নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত চার আসামীকে ফাঁসি আদেশ দিয়েছে আদালত। আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় মৃত্যুদণ্ড অনুষ্ঠিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ঘটনার পরে শীর্ষ আদালতের কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে। তাদের এই আবেদনের শুনানির হতে চলেছে আগামী ১৪ জানুয়ারি।
সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। বিচারপতি এনভি রমনা, অরুণ মিশ্র, আরএফ নরিম্যান, আর ভানুমতী এবং অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে আবেদনার শুনানি হবে বলে জানা গিয়েছে।
দিল্লির আদালতে পাতিয়ালা হাউস আদালতে দোষীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করার ঠিক দুদিনের মাথাতেই শীর্ষ আদালতে কিউরেটিভ পিটিশন ফাইল করে অন্যতম ধর্ষক বিনয় শর্মা। পরে আর এক অপরাধী মুকেশ সিংও প্রাণ ভিক্ষার আবেদন জানায়। প্রসঙ্গত, মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হতেই ভেঙে পড়ে চার অপরাধী।
Post a Comment