BUDGET 2020: বাজেট পেশের আগে জানুন বাজেটের অজানা কথা


Odd বাংলা ডেস্ক: ১৯৫৯ থেকে ১৯৬৩ পর্যন্ত প্রত্যেকটি বাজেটেই পেশ করেন মোরারজি দেশাই। এরপর ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত ফের বাজেট পেশ করেন তিনি। এছাড়াও ১৯৬২-৬৩ এবং ১৯৬৭-৬৮-র অন্তবর্তী বাজেটও দেশাই-ই পেশ করেছিলেন। মোট ১০ বার বাজেট পেশের রেকর্ড মোরারজি দেশাইয়ের। ২০১৪ সালে বাজেট পেশ করে রেকর্ড করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আড়াই ঘণ্টা ধরে বাজেট বক্তৃতা দেন তিনি। মধ্যে শুধু ৫ মিনিটের বিরতি নিয়েছিলেন তিনি। ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন স্কটিশ অর্থনীতিবিদ জেমস উইলসন। ইন্ডিয়া কাউন্সিলের অর্থনীতির সদস্য হিসেবে বাজেট পেশ করেছিলেন তিনি। তবে বাজেট পেশের কয়েক মাসের মধ্যেই কলকাতায় প্রয়াত হন দ্য ইকনমিস্টের (The Economist) প্রতিষ্ঠাতা।
Blogger দ্বারা পরিচালিত.