জেএনইউ-এ মাথা ফাটানো হল বাঙালি ছাত্রীর, বিজেপির ছাত্র সংগঠনের দিকে অভিযোগ
Odd বাংলা ডেস্ক: মুখঢাকা কিছু দুষ্কৃতি রবিবার সন্ধ্যায় ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়েছে, মাথা ফাতীয়ে দেওয়া হয়েছে সভানেত্রী ঐশী ঘোষের, অভিযোগ জানিয়েছে জহওরলাল ইউনিভারসিতি স্টুডেন্টস ইউনিয়নের তরফে। অভিযোগ জেএনইউ ক্যাম্পাসের ভিতরে তাণ্ডব চালিয়েছে এবিভিপির সদস্যরা! আক্রান্ত ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ-সহ শিক্ষকরাও। ছাত্রছাত্রীরা আরও অভিযোগ করেছেন, ক্যাম্পাসে ঢুকে কোনও বিচার না করে মারধর চালায় গুন্ডারা। সকলেরই মুখ ঢাকা ছিল। হাতে ছিল অস্ত্র।
Post a Comment