এক পতিতা যখন বিবেকানন্দকে স্পর্শ করেছিলেন


Odd বাংলা ডেস্ক: স্বদেশে ফিরবার পথে স্বামীজী ইজিপ্ট হয়ে যাচ্ছেন । কায়রোতে এসেছেন, সঙ্গে আছেন বিদেশী শিষ্য-শিষ্যা । কায়রোর রাজপথে সঙ্গীদের নিয়ে চলতে চলতে স্বামীজী একদিন ভুল করে সেই যায়গায় চলে এসেছেন যেখানে পতিতা রমণীরা থাকে । সঙ্গীরা যখন বুঝতে পারলেন, তৎক্ষণাৎ স্বামীজীকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলেন । কিন্তু স্বামীজী ততক্ষণে তাঁদের ছেড়ে এগিয়ে গেছেন রাস্তার পাশে বসে থাকা কয়েকটি রমণীর দিকে । তিনি তাদের দিকে তাকিয়ে আপন মনে বলতে লাগলেনঃ 'আহা বাছারা! আহা অভাগিনীরা! ওরা ওদের সৌন্দর্যের পায়ে নিজেদের দেবীত্বকে বলি দিয়েছে ।' তাঁর চোখ দিয়ে জল পড়তে লাগল । ঐ রমণীরা এর আগে হাসতে হাসতে চপল ভঙ্গিতে তাঁকে ডাকছিল । এখন তারাই লজ্জায় মাথা নীচু করল । একজন তাঁর বসনপ্রান্ত চুম্বন করে বলতে লাগলঃ ইনি ঈশ্বরকে জেনেছেন, ইনি ভগবানের লোক । আর একজন দুহাতে নিজের মুখ ঢেকে স্বামীজীর পবিত্র চোখদুটির দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে চেষ্টা করল ।
Blogger দ্বারা পরিচালিত.