তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, আজ ফের বৃষ্টির পূর্বাভাস


Odd বাংলা ডেস্ক: দু'দিনের বৃষ্টির পর ফের তাপমাত্রার পারদ নেমে ছিল , কিন্তু তাও খুব একটা স্থায়ী হতে পারল না। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার থেকেই আকাশে ছিল মেঘের আনাগোনা। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেইসঙ্গে আগামী শুক্রবার এবং শনিবার সারা রাজ্যই থাকবে ঘন কুয়াশায় ঢাকা। এমনটাই পূর্বাভাস জারি করা হয়েছে।

মঙ্গলবার কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তুরে হাওয়ার জেরে দিনের তাপমাত্রাও অনেকটা নেমে গিয়েছিল। তবে কাশ্মীরে আগত নতুন পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রা কিছুটা বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রিতে। 
Blogger দ্বারা পরিচালিত.