'উষ্ণ' মকরসংক্রান্তি অনুভব করতে পারে রাজ্যবাসী, মাঘের শুরুতেও শীতের ঘাটতি!


Odd বাংলা ডেস্ক: পৌষ মাসে জাঁকিয়ে শীতের কামড় অনুভব করেছিল রাজ্যবাসী। তবে পৌষের শেষে আর মাঘের শুরুর সন্ধিক্ষণে সাধারণত শীতের প্রাদুর্ভাব প্রকট হয়। কিন্তু গত বছর অর্থাত ২০১৯ সালে 'উষ্ণ' মকরসংক্রান্তির অনুভব করেছিল রাজ্যবাসী। আর ২০২০ সালেও ফের এমনটাই অনুভব হওয়ার সম্ভাবনা প্রকট হচ্ছে বলে জানানো হচ্ছে। 

পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির আনাগোনা কাটিয়ে শনিবার থেকে শীত অনুভূত হয়েছিল রাজ্যে। রবিবার শহরের তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের দাপট অব্যাহত আর থাকবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। 

মঙ্গলবার থেকেই শীতের আমেজ একটু একটু করে কমবে বলে মনে করা হচ্ছে। বুধবারই পৌষের শেষ দিন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মকরসংক্রান্তিতে কলকাতার রাতের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির কাছাকাছি। মাঘের শুরুতেও দিনকয়েক প্রচ্ছন্ন অবস্থায় থাকবে শীত।
Blogger দ্বারা পরিচালিত.