মাঝে মাঝেই গায়ে কাঁটা দেয়! এর নেপথ্যে রয়েছে কোন কারণ
Odd বাংলা ডেস্ক: ভূতের গল্প শুনলে বা ভূতের সিনেমা দেখলে বা ক্ষেত্র বিশেষে আপনার পার্টনারের সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সময়ে ত্বকের উপরিভাগের রোমকূপ খাঁড়া হয়ে ওঠে। যাকে চলতি কথায় গায়ে কাঁটা দিয়েছে বলা হয়ে থাকে।
কিন্তু এটা কেন বা কিভাবে হয় জানেন?- গায়ে কাঁটা দেওয়ার বিষয়টা প্রত্যেক স্তন্যপায়ীর শরীরেই হয়ে থাকে। স্তন্যপায়ী প্রাণীর শরীরে লোম থাকে। ত্বক যখন শীতল জিনিসের সংস্পর্শে আসে, তখনই সেই ঠাণ্ডা থেকে ত্বককে বাঁচাতে নিজে থেকেই একটা আবরণ তৈরি করে নেয়। সেই আবরণকেই আমরা গায়ে কাঁটা বলে থাকি।
আসলে এই কাঁটা দেওয়াটা কিন্তু পুরোপুরি হরমোনের বিষয়। ঠাণ্ডা বা ভয়ের কারণে শরীরের হরমোনে উত্তেজনা দেখা দিলে তখনই ত্বক এই আবরণ তৈরি করে। যার ফলে রোমকূপ খাঁড়া হয়ে যায়।
Post a Comment