স্বপ্নে কি কাউকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখেন? আজই জানুন এর কারণ


Odd বাংলা ডেস্ক: সারাদিনের পরিশ্রম শেষে ঘুমাতে গেলে আমরা প্রায়ই বিভিন্ন স্বপ্ন দেখে থাকি। অনেক সময় এমন স্বপ্ন দেখা যায় যা কখনো কল্পনাও করা যায় না। তারমধ্যে উল্লেখ্যযোগ্য হলে শারীরিক সম্পর্ক। কখনও খুব কাছের মানুষের সঙ্গে আবার কখনও কোনো সেলিব্রিটির সঙ্গে হয়ে থাকে এই শারীরিক সম্পর্ক। কিন্তু কেন এমটা ঘটে, তার কয়েকটি কারণ আছে।

চলুন, এই শারীরিক সম্পর্কের লুকোনো কিছু অর্থ এবং এর সমাধান জেনে নেই-

পুরনো প্রেমিক-প্রেমিকা দেখা: পুরনো প্রেমিক-প্রেমিকা স্বপ্নে এলে এবং তার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখলে তার মানে এই নয় যে, আপনি তাকে কামনা করছেন। সাবেককে স্বপ্ন দেখার মানে আপনি পুরোনো প্রেমের উত্তেজনা, আবেগ মিস করছেন। তাই বর্তমান সম্পর্কে সেই আবেগ ফিরিয়ে আনুন।

অপরিচিত কাউকে দেখা: অপরিচিত কাউকে স্বপ্নে দেখার মানে এই নয় যে, বাস্তবে তেমন কেউ আপনার জন্য অপেক্ষায় আছেন। একজন সম্পূর্ণ অপরিচিতের সঙ্গে রাত কাটানোর জন্য যে সাহস, মনোভাব ও আত্মবিশ্বাস দরকার, তা বাস্তব জীবনের প্রতি ক্ষেত্রে আনার ইঙ্গিত দেয় এ স্বপ্ন।

সেলেব্রিটিকে দেখা: কোনো সেলেব্রিটিকে স্বপ্নে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মানে নিজের জীবনেও এমন সফলতা কামনা করছেন। তবে যদি তাকে এমনিতেও খুবই ভালো লাগে এবং দিনের বেশিরভাগ সময় তাকে নিয়ে চিন্তা করে কাটান, তাহলে স্বপ্নে তিনি আসতেই পারেন!

অপছন্দের ব্যক্তি: স্বপ্নে দেখা ব্যক্তির সঙ্গে বাস্তবে যদি মনোমালিন্য থাকে, তাহলে অবচেতন মন আপনাকে সেই সমস্যা মিটিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে বাস্তবে কতটুকু সম্ভব; তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। যদি বাস্তবে ওই ব্যক্তির সঙ্গে ঝামেলা মিটিয়ে নেওয়া সম্ভব না হয়, তাহলে বিষয়টি থেকে মন তুলে নেওয়ার চেষ্টা করুন।


সহকর্মীকে দেখা: সহকর্মীকে স্বপ্নে দেখা মানেই বাস্তবে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাওয়া নয়। তার পদ অনুসারে স্বপ্নের অর্থ কিন্তু পাল্টে যায়। সহকর্মী সিনিয়র বা বস হলে, অবচেতন মনে নিজেকে ওই পদে দেখতে চান। সহকর্মী সম পদের হলে আপনাদের মধ্যে দ্বন্দ্ব বা টানাপড়েন আছে। এছাড়া জুনিয়রকে দেখলে মনে করবেন, ওই জুনিয়রের ওপর আপনি অনেকটা নির্ভরশীল।
Blogger দ্বারা পরিচালিত.