পিঠে নকল শিশু, নিষিদ্ধ প্রসাধনী পাচার করতে গিয়ে পুলিশের জালে মহিলা


Odd বাংলা ডেস্ক: নিষিদ্ধ কসমেটিক্স পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা। সূত্রের খবর, ধৃত মহিলা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআর কঙ্গো) থেকে উগান্ডায় কসমেটিক্স পাচার করার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। 

আর সবথেকে আশ্চর্যের বিষয় হল ধৃত মহিলা একটি শিশু মারফত নিষিদ্ধ হওয়া ওইসব কসমেটিক্স পাচার করছিল বলে অভিযোগ। কিন্তু পুলিশের হাতে ধরে পড়ার পর জানা যায় যে ওটি একটি শিশুর ডামি। অভিযুক্ত মহিলা ওই শিশুর মডেলটিকে পিঠে করে নিয়ে যাচ্ছিল, যাতে কারওরই সন্দেহ না হয়। পুলিশ সূত্রে মনে করা হচ্ছে, কঙ্গোর চোরাকারবারি এলাকা থেকে ওইসব নিষিদ্ধ প্রসাধনী দ্রব্য পাচারের চেষ্টা করা হচ্ছিল। 

গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুসারে, একটি শিশুকে পিঠে করে নিয়ে যাওয়ার সময় সন্দেহের বশে পুলিশ তাকে আটক করে। অবশেষে সামনে আসে গোটা বিষয়টি। 
Blogger দ্বারা পরিচালিত.