জানেন ভারতেরই আছে শূণ্য টাকার নোট?


Odd বাংলা ডেস্ক: ইতিহাস ও মুদ্রা একে অন্যের পরিপূরক। ভারতীয় মুদ্রাও তার ব্যতিক্রম নয়। এই দেশে রাজত্বের সঙ্গে সঙ্গে মুদ্রার ধরনও পাল্টেছে। পাল্টেছে তার রূপ। ২০১১ সালে ভারতীয় মুদ্রা, রুপি-র নতুন আইকন তৈরি হয় দেবনাগরী র ‘₹’ দিয়ে। এই ভারতীয় মুদ্রা নিয়ে রইল জানা-অজানা কিছু তথ্য।
1. জানেন কি, আগে পাঁচ হাজার ও দশ হাজার টাকার মূল্যের নোটের প্রচলন ছিল! খুব বেশি দিন আগের ঘটনা নয়। ১৯৪৬ সাল অবধি ১০ হাজার টাকার মূল্যের নোট প্রচলন ছিল।
তার পর তা বন্ধ হয়ে যায়। ফের ১৯৫৪ সালে চালু করা হয় এক হাজার, পাঁচ হাজার ও দশ হাজার টাকার নোট।
কিন্তু ১৯৭৮ সাল থেকে আবার এই নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।

2. স্বাধীনতার পর পাকিস্তান ভারতের নোট ব্যবহার করে বেশ কিছু দিন। সেখানে অবশ্য পাকিস্তানের স্ট্যাম্প মারা থাকত।
3. এক টাকার নোট অর্থমন্ত্রক বার করে থাকে। সেখানে অর্থমন্ত্রকের সচিবের স্বাক্ষর করা থাকে।
4. বিংশ শতাব্দীতে মধ্য প্রাচ্যের আদেন, ওমান, কুয়েত, বাহারিন, কাতার এবং আফ্রিকার কেনিয়া, উগান্ডায় ‘রুপি’ ব্যবহার করা হত।

5. জানেন কি, নেপালে পাঁচশো ও এক হাজার টাকার নোট নিষিদ্ধ।
6. একটা সময় ছিল যখন বাংলাদেশে ৫ টাকার কয়েন বেআইনি ভাবে পাচার করা হত। এই পাঁচ টাকার কয়েন দিয়ে নাকি দাড়ি কামানো রেজার তৈরি করা হয়।
7. জানেন কি, ১০ টাকার কয়েন তৈরি করতে রিজার্ভ ব্যাঙ্কের কত খরচ হয়? ৬ টাকা ১০ পয়সা।
8. কয়েন দেখে বলতে পারবেন তা দেশের কোন টাঁকশাল থেকে তৈরি? ডায়মন্ড চিহ্ন থাকলে মুম্বই, স্টার চিহ্ন থাকলে হায়দরাবাদ, ডট চিহ্ন থাকলে নয়ডা ?আর কয়েনে কোনও চিহ্ন না থাকলে সেটি কলকাতা টাঁকশাল থেকে তৈরি।
9. যদি নোট পুরো ছিঁড়ে যায় বা ৫১ শতাংশ ছিঁড়লে আপনি ব্যাঙ্ক থেকে তার বদলে নতুন নোট পেতে পারেন।
10. ১৯১৭ সালে ডলারের দাম ভারতীয় মুদ্রায় কত ছিল জানেন? ১ টাকায় মিলত ১৩ ডলার।
11. ২০ টাকার নোটের পিছনে গাছ ও সমুদ্রের যে ছবি থাকে সেটি আন্দামান দ্বীপের দৃশ্য।
12. শূন্য টাকার নোট কোনও দিন দেখেছেন? শূন্য টাকার নোট তৈরি করা হয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতীক হিসেবে। স্বেচ্ছাসেবী সংস্থা ফিফথ পিলার তৈরি করে এই নোট।
Blogger দ্বারা পরিচালিত.