বয়স ১১১ বছর, তাও পালন করলেন নাগরিকের কর্তব্য, চিনে নিন দিল্লির শতোর্ধ এই ভোটদাতাকে


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম যুব গণতন্ত্র হতে পারে বটে। তবে দিল্লির এবারের বিধানসভা নির্বাচনে ১১১ বছরের এই বৃদ্ধার উপস্থিতি নিঃসন্দেহে আর পাঁচজন সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবে। 

তবে এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে ১৩০ জন এমন বৃদ্ধ-বৃদ্ধার নাম ছিল যাঁদের সকলের বয়স ১০০ বছরের উপরে। এরই মধ্যে একজন হলেন কালিতারা মণ্ডল, যাঁর বয়স ১১১ বছর। এদিন তিনি সিআর পার্কের পোলিং বুথে এসে গর্বের সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একজন দায়িত্বশীল নাগরিকের কাছে বয়স যে কোনও বাধাই নয়, সেটাই প্রমাণ করেছেন শতোর্ধ এই নাগরিক। 

১১১ বছরের এই নাগরিক জানিয়েছেন, তাঁর মনে পড়ে না। তিনি তাঁর জীবনে কখনও ভোট দেননি বলে। এমনকী তিনি দেশের সকল নাগরিককে ভোটদানে উৎসাহিত করেছেন। অবিভক্ত ভারতবর্ষে বরিশালে (বর্তমানে বাংলাদেশে) জন্মগ্রহণকারী এই বৃদ্ধা দুই উপমহাদেশকে চরম হিংসা-অশান্তির মাঝে টিকে থাকতে দেখেছেন। একটা সময় টিপ ছাপ দিয়ে ব্যালট পেপারে ভোট দিয়েছেন আবার এখন ভোট দিচ্ছেন ইভিএম মেশিনেও। তাঁকে ভোট দিতে দেখে সকলেই অবাক, অবাক হয়েছেন নির্বাচন কর্মীরাও। 
Blogger দ্বারা পরিচালিত.