বড় নোট নিয়ে বড় সিদ্ধান্ত! ব্যাঙ্কের এটিএম-এ আর পাওয়া যাবে না ২০০০ টাকার নোট


Odd বাংলা ডেস্ক: ইন্ডিয়ার ব্যাঙ্কের এটিএম থেকে আর পাওয়া যাবে না ২০০০ টাকার নোট। ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়ে এই বিষয়ে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ মার্চ থেকে তাদের এটিএম-এ আর ২০০০ টাকার নোট মিলবে না। আরও জানা গিয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্কের কোনও এটিএম-এই আর ২০০০ টাকার নোট ভরা হবে না। 

এমনকী ব্যাঙ্কের তরফেও গ্রাহকদের আর ২০০০ টাকার নোট প্রদান করা হবে না বলেই জানা গিয়েছে। আর এই কারণ হিসাবে গ্রাহক সমসমযাকেই বড় করে দেখানো হয়েছে। ২০০০ টাকার নোটের খুচরো করাতে গিয়ে খুবই বেগ পেতে হবে ব্যাঙ্ককর্মীদের। অনেকেই ২০০০ টাকার নোট খুচরো করার জন্য ব্যাঙ্কের দ্বারস্থ হন। 

প্রসঙ্গত, ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের তরফে ব্যাঙ্ককর্মীদের নির্দেশ দিয়েছেন, যে যাঁরা চেকের মাধ্যমে ব্যাঙ্কে টাকা তুলতে আসেন তাদের যেন কখনওই ২০০০ টাকার নোট না দেওয়া হয়। এবং এটিএম-এও যেন ওই নোট যেন জমা না করা হয়, সেই নির্দেশও জানানো হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.