এই একটা নোট থাকলেই আপনি কোটিপতি, কোথায় কীভাবে করবেন বিক্রি
Odd বাংলা ডেস্ক: পুরনো কয়েন জমিয়ে রাখার অভ্যাস অনেকেরই থাকে। এর মাধ্যমে এখন লাখ নয়, কোটি কোটি টাকা উপার্জন করা সম্ভব। ৫ টাকার পুরনো নোট সঙ্গে থাকলে এমনই আয়ের সুযোগ রয়েছে। তবে যে কোনও নোট নয়, ৭৮৬ সিরিজের নোট হতে হবে। কারণ, এই সিরিজের নোটই অনলাইনে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। একাধিক ই-কমার্স ওয়েবসাইটে নিলাম হচ্ছে ওই সিরিজের ৫ টাকার নোট।
পুরনো নোটের অনলাইন নিলামের প্রক্রিয়া খুবই সহজ। মনে রাখা প্রয়োজন, এর আগে পুরনো কয়েনের নিলামের খবর প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমেই। প্রসঙ্গত, এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, eBay বা Indian Old Coin-এর মতো ওয়েবসাইটে পুরনো নোটের নিলাম চলছে। এমনকী Amazon-এর মতো সাইটেও এই সিরিজের পোস্টার বিক্রি হয়েছে বলে দাবি। ফেসবুকেও এমন একটি পেজের খোঁজ মিলেছে বলেও খবর।
আপনার কাছে যদি ৭৮৬ সিরিজের নোট থাকে, তবে তার স্পষ্ট ছবি তুলে এই ধরনের ওয়েবসাইটগুলিতে আপলোড করুন। এরপর নিলাম প্রক্রিয়া শুরু করুন। তবে যেই ওয়েবসাইটে এই ধরনের ছবি আপলোড করছেন, তার বিশ্বাসযোগ্যতা আগে পরীক্ষা করে নিন। অচেনা ওয়েবসাইটগুলিতে নিলামে অংশ নেবেন না। গতবছরের এক সংবাদমাধ্যম রিপোর্ট অনুযায়ী, ১৭৪০-র কিছু কয়েন বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে ₹৩ কোটিতে পর্যন্ত বিক্রি হয়েছে। একইভাবে ৪০০ বছরের পুরনো একটি কয়েন ₹৩.৫০ লাখে বিক্রি হয়েছিল।
একইভাবে হাজার বছর পুরনো একটি কয়েন অনলাইনে ₹২.৫ কোটিতে বিক্রি হয়েছে। এই কয়েনের সিরিজ নম্বরে ৭৮৬ ছিল। আবার ১৭০০ বছরের পুরনো এক কয়েনে সাড়ে ₹৪ লাখে বিক্রি হয়েছে অনলাইনে।
Post a Comment