কেন কিনবেন Samsung Galaxy M31, বিশেষ কী আছে এই ফোনে?


Odd বাংলা ডেস্ক: ডিজাইন যে খুব বেশি ইউনিক এমনটা নয়। গতানুগতিক আগের ফোনের মতই লুক। ফোনে রয়েছে হার্ড কোটেড পলিকার্বোনেট সেল। ফিঙ্গরপ্রিন্ট সেন্সর দ্রুত কাজ করে। চারটি ক্যামেরা রয়েছে ফোনের পিছনে। উজ্জ্বল স্ক্রিন, যাতে সিনেমা ওয়েব সিরিজ দেখে অন্যরকম অনুভূতি পাবেন আপনি। প্রসেসর রয়েছে Exynos 9611 । এর সঙ্গে ছয় জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের কম্বিনেশন দ্রুত গতিতে কাজ করছে এই ফোনে। একাধিক ব্রাউজ, পোট্রেট মোডে তোলা ছবি প্রসেস হতে সময় নিচ্ছে না। গেম খেলার সময়ও কোনো ল্যাগ নজরে পরেনি। ব্যাটারি ব্যাকআপও (৬০০০ mah) দুর্ধর্ষ। একবার চার্জ করলে প্রায় দু দিন নিশ্চিন্ত। যারা ক্রমাগত ঘোরাঘুরি করে কাজের সূত্রে,তাদের জন্য Galaxy M31 যথাযথ। ১৫ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে এই ফোনে। ফোনটির ব্যবহার আরও সহজ করতে একাধিক ফিচার রয়েছে এই ফোনে। (Why Should You Buy Samsung M31)
Blogger দ্বারা পরিচালিত.