জামিয়ার পর এবার শ্যুটআউট শাহিনবাগে, ভিড় লক্ষ্য করে গুলি যুবকের


Odd বাংলা ডেস্ক: জামিয়া মিলিয়ার পর এবার শাহিনবাগ। সারা দেশের নজর যখন বাজেটের দিকে, তখন আচমকাই শনিবার দুপুরে শাহিনবাগে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে এক যুবক। 

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরপর তিন রাউন্ড গুলি চালা নোর পর অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে খবর। সূত্রের খবর নয়ডা থেকে এসেছে ওই যুবক। 

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বুলেট। কী উদ্দেশে, কেন আর কাদের ওপর হামলা করতে গুলি ছুঁড়েছে ওই যুবক তা পুলিশি জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে। প্রসঙ্গত, এই একইভাবে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশ্য করে গুলি ছুঁড়তে শুরু করে গোপাল নামে এক ব্যক্তি। আর সেই একই ধাঁচে ঘটে যাওয়া এই ঘটনাকে কোনও বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে নারাজ বিরোধীরা। 
Blogger দ্বারা পরিচালিত.