লক্ষাধিক মানুষের উপস্থিতিতে রামলীলা ময়দানে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল
Odd বাংলা ডেস্ক: এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসলেন অরবিন্দ কেজরিওয়াল। ২০২০ সালের দিল্লির বিধানসভা নির্ববাচনে আম আদমি পার্টির ঐতিহাসিক জয়ের পর আজ দিল্লির রামলীলা ময়দান-এ দাঁড়িয়ে শপথ নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
#WATCH Delhi Chief Minister Arvind Kejriwal sings 'Hum honge kaamyaab', at his swearing-in ceremony pic.twitter.com/hwXi8FUW46— ANI (@ANI) February 16, 2020
মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর একে একে শপথ নেন মন্ত্রীসভার একে একে মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, কৈলাশ গেহলট, গোপাল রাই, রাজেন্দ্র পাল গৌতম-সহ ছ’জন মন্ত্রী৷ এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির বিজেপি দলের সাংসদ এবং বিধায়করাও। পাশাপাশি দিল্লি নির্বাচনে যাঁদের ভুমিকা অনস্বীকার্য তেমনই বিশিষ্ট কিছু ব্যক্তিও আমন্ত্রিত ছিলেন। সেইসঙ্গে মাফলারম্যান সেজে উপস্থিত ছিল ক্ষুদেরাও।
Little Kejriwal enjoying red carpet welcome while Senior one taking Oath as CM of Delhi. pic.twitter.com/28yIRObbTf#MufflermanReturns— shashi 🌏🌎🌍 (@shashi_up) February 16, 2020
Delhi: A banner seen at Ramlila Ground where preparations are underway for the swearing-in ceremony of Chief Minister-designate Arvind Kejriwal https://t.co/PoxqhcX6Zv pic.twitter.com/s7gqnQP284— ANI (@ANI) February 16, 2020
এদিন বেলা বারোটার কিছু আগেই রামলীলা ময়দানে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে উপস্থিত হন কেজরিওয়াল৷ অবশেষে বেলা বারোটার পরে শুরু হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান৷ সেখানে কেজরিওয়াল ও তারপর একে একে ছয় মন্ত্রী শপথ নেন৷
প্রসঙ্গত কেজরিওয়ালের মন্ত্রিসভায় স্থান পেলেন না অতিশি মারলেনা৷ তাঁর শিক্ষা পরিকল্পনার কথা কারওরই অজানা নয়৷ তবুও কেজরিওয়ালের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না তিনি৷
Post a Comment