দিল্লিতে জয়ের পথে আপ, রাজধানীতে ধরাশায়ী গেরুয়া শিবির
Odd বাংলা ডেস্ক: রাজধানীতে বিধানসভা নির্বাচনে ফলাফল গণনা এখনও অব্যাহত। তবে নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা না হলেও রাজধানীতে গেরুয়া শিবির যে ধরাশায়ী সেকথা আর বলার অপেক্ষা রাখে না। একটু একটু করে জয়ের পথে এগোচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে থাকা আম আদমি পার্টি।
প্রসঙ্গত ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল আপ। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে ছবিটা ছিল একেবারেই উলটো। ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫টি-তে এগিয়ে ছিল বিজেপি। পাঁচটিতে কংগ্রেস। আপ একটিতেও নয়। লোকসভার সাতটি আসনের সাতটিতেই জিতেছিল বিজেপি। ২০১৪ সালের যে লোকসভা ভোটে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, সেই ভোটেও বিজেপি দিল্লিতে সাতে সাত জিতেছিল। কিন্তু পরের বছরই বিধানসভা আপের হাওয়ায় ভোটে ম্লান হয়ে গেরুয়া রঙ।
এবারের বিধানসভা নির্বাচনের পর বুথফেরত সমীক্ষার আভাসই কিন্তু একপ্রকার সঠিক হওয়ার পথে। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। তারপরই জানা যাবে দিল্লির কুরশিতে রাজ করবেন কে।
Post a Comment