রাজধানীতে আসন্ন বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় 'হার' বিজেপির!


Odd বাংলা ডেস্ক: জনমত সমীক্ষায় দিল্লিতে এবার দ্বিমুখী লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। এখানে লড়াই মূলত আপ এবং বিজেপির মধ্যে। রাজধানীর বর্তমান শাসকদল আপকে সমর্থন জানিয়েছেন ৫২ শতাংশ ভোটার। অন্যদিকে, বিজেপির পক্ষে ভোট পড়েছে ৩৪ শতাংশ। সেক্ষেত্রে অনেক পিছিয়ে কংগ্রেস। সনিয়া গান্ধীর দলকে মাত্র ৪ শতাংশ ভোটার নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন। জনমত সমীক্ষার ইঙ্গিত মিলে গেলে এ বার ৫৪ থেকে ৬০টি আসন অরবিন্দ কেজরিওয়ালের দল AAP পেতে পারে। অন্যদিকে, BJP-র ঝুলিতে যেতে পারে ১০ থেকে ১৪টি আসন। আর ফলে খুব ভালো ফল করলে এ বার কংগ্রেসকে মাত্র ২টো আসন নিয়েই এবার সন্তুষ্ট থাকতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। ১১ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হবে।
Blogger দ্বারা পরিচালিত.