করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৩০০০ চিকিৎসাকর্মী!


Odd বাংলা ডেস্ক: ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩০০০ চিকিৎসক এবং চিকিৎসাকর্মী করোনোভাইরাসে আক্রান্ত হয়েছে- সমীক্ষা করে এমনটাই জানাল চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তরফে। গবেষণায় দেখা গিয়েছে আক্রান্তদের মধ্যের অনেকেরই প্রকৃতি খুবই গুরুতর ধরণের। 

আক্রান্তদের চিকিৎসার সময় সবরকমভাবে সুরক্ষা নেওয়া সত্ত্বেও ফাঁক গলে করোনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসক এবং চিকিৎসাকর্মীরা। সমীক্ষায় দেখা গিয়েছে গত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩০০০-এরও বেশি চিকিৎসাকর্মী। তবে এর পরের হিসাবটা এখনও কষা হয়নি ঠিকই তবে সংখ্যাটা যে আকাশ ছুঁয়েছে সেকথা বলাই বাহুল্য। 


চিনে করোনা আক্রান্তদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখনও পর্যন্ত প্রায় সত্তর হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৮০০-এরও বেশি মানুষ।
Blogger দ্বারা পরিচালিত.