নির্ভয়ার হত্যাকারীর মানসিক অসুস্থতার আর্জি থারিজ করল কোর্ট


Odd বাংলা ডেস্ক: শনিবার দিল্লির একটি আদালতে নির্ভয়া গণধর্ষণ আর হত্যাকাণ্ডে অন্যতম ফাঁসির আদেশপ্রাপ্ত অপরাধী বিনয় শর্মার মানসিক অসুস্থতা এবং তার মানসিক রোগের চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে আদালতের কাছে যে আর্জি জানানো হয়েছিল, তা খারিজ করে দিল আদালত। অতিরিক্ত দায়রা জজ ধর্মেন্দ্র রানা এদিন বিনয় শর্মার আবেদন নাকচ করে দেন।

এই আবেদনে দাবি করা হয়েছিল যে, বিনয় শর্মার ডান হাতের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং ডান হাত ভেঙে গিয়েছে। সেইসঙ্গে এও দাবি করা হয়েছে যে তিনি স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছে এবং তার মানসিক রোগের চিকিৎসার প্রয়োজন রয়েছে।
তিহার জেল কর্তৃপক্ষ তার দাবিকে যুক্তিহীন বানানো গল্প বলে অভিহিত করেছে এবং আদালতকে জানিয়েছে যে, সিসিটিভি ফুটেজে প্রমাণিত হয়েছে যে, দোষী নিজেকে প্রবলভাবে আঘাত করেছে এবং তিনি কোনও মানসিক ব্যাধিতে আক্রান্ত নয়। কারাগারের পক্ষে যে মনোবিজ্ঞানী নিযুক্ত করা হয়েছে, তাঁর কথায়, নিয়মিত ওই চারজন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামীদের চিকিৎসা করা হয়েছে তারা এখন সুস্থই রয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.