চলে গেলেন অভিনেতা তাপস পাল


Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার ভোররাতে জীবনাবসান হল একসময়ের বিখ্যাত বাংলা ছবির বিখ্যাত নায়ক তথা সাংসদ তাপস পালের। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে টলিউডে।

ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তীব্র ভালবাসা ছিল তাঁর। এরপর মাত্র ২২ বছর বয়সে তরুণ মজুমদারের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন তাপস পাল। বিখ্যাত ছবি 'দাদার কীর্তি'র হাত ধরে। দাদার কীর্তির পর গুরুদক্ষিণা, মঙ্গলদ্বীপ, সাহেব, ভালবাসা ভালবাসা-র মতো একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাপস পাল।

২০০৯ সালে তৃণমূলের টিকিট নিয়ে কৃষ্ণনগর থেকে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন তাপস পাল। পারিবারিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্নায়বিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাঁটতে-চলতে, কথা বলতে খুবই সমস্যা হচ্ছিল। গত ১ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভেন্টিলেশনে ছিলেন। অবশেষে মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ তিনি চলে গেলেন না-ফেরার দেশে। 
Blogger দ্বারা পরিচালিত.