মিলনের সময় যোনি দিয়ে বাতকর্মের শব্দ, আসল কারণটা জানুন


Odd বাংলা ডেস্ক: যোনি থেকে আওয়াজ নির্গত হওয়া কি স্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। যোনির আওয়াজ নিয়ে অভয় দিচ্ছেন ব্রিটিশ সেক্সোলজিস্ট জি পি ফিলিপা কেয়ি। জানাচ্ছেন, অনেক মহিলার ক্ষেত্রেই এটা হয়। তারা ভাবে, বুঝি বা কঠিন ব্যামো হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে অজ্ঞ হওয়ার কারণেই আশঙ্কা চেপে বসে। 

সুতরাং, যোনি থেকে কেন আওয়াজ বেরোয়, এটা বোঝা দরকার। সেক্সের সময় যোনি থেকে এক রকম শব্দ হতে পারে। এটা খুবই স্বাভাবিক। সেক্সের সময় যোনি থেকে রস কাটে। আর পেনিস আগু-পিছু করে। ফলে, ঘর্ষণ হয়। এই ঘর্ষণজনিত কারণে পচপচ করে শব্দ হয়। পুরুষরা কন্ডোম পরে নিলেও এ ধরনের আওয়াজ হতে পারে। এ ছাড়াও যোনি থেকে আরও এক রকমের শব্দ হয়, যেটা নিয়ে মেয়েরা বেশি চিন্তিত হয়ে পড়ে। এটা যে শুধু সেক্সের সময় হতে পারে তা নয়, অন্য সময়ে যেমন খেলাধুলো করলে, দুই পা ছড়িয়ে ব্যায়াম করলেও এই আওয়াজ হয়। এই আওয়াজ তুলনামূলকভাবে জোরে হয়। কিন্তু, বাতকর্মের সঙ্গে এর পার্থক্য আছে। বাতকর্মে দুর্গন্ধ বেরোয়, যোনির আওয়াজের ক্ষেত্রে তা বেরোয় না। যোনির এই আওয়াজকে চলতি ভাষায় ‘ফ্যানি ফার্টস’ বলে। এখন প্রশ্ন হল, ‘ফ্যানি ফার্টস’ কেন হয় ? প্রসঙ্গত, যোনি আদতে একটি গভীর গর্ত। খেলোধুলোর সময় বা সেক্সের সময় দুই পা ফাঁক করলে যোনিও প্রসারিত হয় এবং যোনিমুখ খুলে যায়। ফলে, বাইরের বাতাস ভিতরে প্রবেশ করে। এর পর যোনি সঙ্কুচিত হলে ভিতরে থাকা বাতাস চাপে পড়ে বাইরে বেরোতে চেষ্টা করে। তখনই পটপট শব্দ হয়। ডা. জি পি ফিলিপা কেয়ি জানাচ্ছেন, ‘ফ্যানি ফার্টস’ কোনও মেয়েকে বিড়ম্বনায় ফেলতে পারে বটে, কিন্তু শরীরের ক্ষতি হয় না।
Blogger দ্বারা পরিচালিত.