'শান্ত-শিষ্ট ল্যাজবিশিষ্ট', ৭ বছর ধরে এক জায়গায় স্থির হয়ে বসে রয়েছে অদ্ভূত দর্শন এই প্রাণী


Odd বাংলা ডেস্ক: জলের নীচে এবং জলের উপরেও একইভাবে বেঁচে থাকতে পারে 'ওম' (Olm) নামে এক বিশেষ উভচর প্রাণী। সাধারণত ইওরোপে এই ধরণের প্রাণী দেখতে পাওয়া। জলের তলায় এদের বাস। এদের আয়ু হতে পারে প্রায় ১০০-রও বেশি বছর। 

কিন্তু সব ঠিক থাকলেও এদের নড়াচড়া মোটেই করে না। ১২ বছরে একবার সঙ্গীর খোঁজে বের হয়। চলাফেরার মধ্যে ব্যাস ওইটুকু। কিন্তু এবার দীর্ঘ সাত বছর ধরে নড়াচড়া না করার রেকর্ড গড়ল এক ওম। বিশ্বাস না হলেও এমনটাই সত্যি। 

ইউরোপে জলের নীচে যেখানে এদের বাস সেখানে টানা সাত বছর ধরে ১৯টি ওমের ওপর নজর রেখেছেন বৈজ্ঞানিকরা। তার পর পরেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত সাত বছরে একচুলও নড়াচড়া করেনি ওম। এ যেন 'ওম' মন্ত্র জপ করে ধ্যানে মগ্ন। বিজ্ঞানীরা জানিয়েছেন, ২৫৬৯ দিনেপ পর্যবেক্ষণে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাঁরা। আর এক দশকেও ৩০ ফুটেরও কম দৈর্ঘ্য নড়ে এরা।

আর সবথেকে অবাক করা তথ্য হল এই প্রাণীটি অনেকদিন ধরে কোনওকিছু না খেয়েও দিব্যি কাটিয়ে দিতে পারে বছরের পর বছর। বিজ্ঞানীরা জানিয়েছেন এরা আসলে চোখে দেখতে পায় না। তাছাড়া এদের এলাকায় থাকে সেই এলাকাও খুব শান্তিপূর্ণ হয়ে থাকে। সেখানে এদের কেউ বিরক্ত করে না। এভাবেই 'নট নড়ন-চরন' অবস্থাতেই জীবন কাটে এদের। অদ্ভুত না?
Blogger দ্বারা পরিচালিত.