রামায়ণে রাম চরিত্রে অভিনয় করার পরই শেষ হয়েছে কেরিয়ার, আক্ষেপ অরুণ গোভিলের
Odd বাংলা ডেস্ক: একটা সময় ছিল যখন টেলিভিশনে রামানন্দ সাগরের রামায়ণ শুরু হলেই রাস্তা কার্যত শুনশান হয়ে যেত। সকলের চোখ ফেভিকলের মতো আটকে থাকত টেলিভিশনের দিকে। বিখ্যাত এই ধারাবাহিকে রামচন্দ্রের ভুমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। সেইসময় তাঁর অভিনয়ে কার্যত মুগ্ধ হয়ে যেত দর্শক।
তবে রামায়ণে এই রামের চরিত্রে অভিনয় করাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল অরুণ গোভিলের জীবনে। কারণ জনপ্রিয় এই শো শেষ হওয়ার পর নির্মাতারা তাঁকে দিতে অন্য কোনও চরিত্রে অভিনয় করাতে চাননি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে অরুণ গোভিল জানিয়েছেন যে, তিনি হিন্দি ছবিতে নায়কের চরিত্রের হাত ধরে প্রথম অভিনয় জীবনে পা রেখেছিলেন। এরপর রামায়ণে অভিনয় করার পর তাঁর কেরিয়ারই বদলে গিয়েছিল। সকলে রামের চরিত্রের সঙ্গে অরুণ গোভিলকে একাত্ম করে ফেলেছিল, আর এটাই হয়ে উঠেছিল তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ দিক।
রামায়ণ শেষ হওয়ার পর যখন তিনি আবার ছবির দুনিয়ায় ফিরে যেতে চেয়েছিলেন তখন, প্রযোজ করা তাঁকে বলতেন, রামের চরিত্রটি দর্শকের মনে দাগ কেটে গিয়েছে, তাই তাঁকে অন্য কোনও চরিত্র বা সহযোগী চরিত্র দেওয়াটা সম্ভব নয়। পাশাপাশি অরুণ গোভিল আরও জানান যে, তিনি অনুভব করেছিলেন যে তিনি আর বাণিজ্যিক ছবিতে নিজেকে ফিট করাতে পারছেন না। পাশাপাশি তিনি এও বুঝতে পেরেছিলেন যে, তিনি কখনওই আর শোবিজে ফিরতে পারবেন না। তবে এরপরেও যতবারই তিনি কোনও টেলিভিশন শো করতে গিয়েছেন ততবারই লোকে তাঁকে বলেছেন যে, 'আরে, রামজি! আপনি কি করছেন!'
তিনি আরও বলেন যে, এই শো একদিকে যেমন তাঁকে প্রচুর মানুষের ভালবাসা এবং শ্রদ্ধা পাইয়ে দিয়েছে, তেমনই তাঁর কেরিয়ারেও ইতি টেনে দিয়েছে। গত ১৪ বছর ধরে স্পেশাল অ্যাপিয়ারেন্স ছাড়া তিনি বিশেষ কোনও কাজ করতে পারেননি।
Post a Comment