বাবাকে জঙ্গি বলায় বিজেপিকে এক হাত নিলেন অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে


Odd বাংলা ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালকে 'সন্ত্রাসবাদী' আখ্যা দেওয়ার পর বিজেপিকে এক হাত নিলেন অরবিন্দ কেজরিওয়ালের কন্যা হর্ষিতা কেজরিওয়াল। 

বিজেপির পরভেশ বর্মা জানুয়ারি মাসে শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের নিয়ে কথা বলার সময় দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আম আদমী পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে এমন মন্তব্য করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর সোমবার বলেছিলেন যে, ''কেজরিওয়াল নিজেকে 'নৈরাজ্যবাদী' বলে দাবি করেন এবং 'নৈরাজ্যবাদী' এবং সন্ত্রাসবাদীর মধ্যে খুব একটা পার্থক্য নেই।''



কেজরিওয়াল কন্য হর্ষিতা বিজেপির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন। হর্ষিতা প্রশ্ন তুলেছেন, 'স্বাস্থ্য সুবিধা বিনামূল্যে করে জনগণের কাছে এনে দেওয়া কি সন্ত্রাসবাদ? বাচ্চাদের শিক্ষিত করে তোলা কি সন্ত্রাসবাদ? বিদ্যুৎ ও জলের সরবরাহ উন্নত হলে তা কি সন্ত্রাসবাদ?' তিনি আরও বলেন যে, 'আমার বাবা সর্বদা সামাজিক সেবায় নিযুক্ত ছিলেন। আমার এখনও মনে আছে তিনি আমার ভাই, মা, দাদু-ঠাকুমা এবং আমাকে সকাল ৬টা নাগাদ ডেকে তুলে দিতেন। আমাদেরকে ভগবত গীতা পাঠ করতে বলতেন এবং ‘ইনসান সে ইনসান কা হো বহিচারা’ গানটি শিখিয়েছিলেন। এইসব কি এই সন্ত্রাসবাদ?' 

বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে হর্ষিতা চ্যালেঞ্জ করেছেন, ১১ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সমালোচকদের উপযুক্ত জবাব দেবে। 
Blogger দ্বারা পরিচালিত.