এশিয়ার বৃহত্তম আদিবাসী মেলা হচ্ছে এই রাজ্যে, সমবেত হবেন প্রায় দেড় কোটি মানুষ


Odd বাংলা ডেস্ক: বুধবার থেকে তেলেঙ্গানার মুলুগু জেলায় শুরু হতে চলেছে এশিয়ার সবচেয়ে বড় আদিবাসী মেলা। মেদরামে অবস্থিত ইতুরারাম বন্যপ্রাণ অভয়ারণ্যে অনুষ্ঠিত চারদিন ব্যাপী এই মেলা উপলক্ষে এখানে তেলেঙ্গানা ছাড়াও, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্যান্য আরও রাজ্য থেকে প্রায় দেড় কোটি মানুষের সমাগম হবে বলে জানা গিয়েছে।

মেগা মেলার অংশ হতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ মেদরাম এসে উপস্থিত হয়েছেন। বিরাট এই মেলা লোকমুখে তেলেঙ্গানার কুম্ভ মেলা নামেও বিখ্যাত। এই মেলা সারা দেশের মানুষের কাছে বিশেষত আদিবাসী মানুষদের কাছে বিশেষ আকর্ষণের একটা জায়গা। মেলার এক অদ্ভুত নি য়ম রয়েছে, যা হল সম্মাক্কা এবং সারাক্কা নামে দুই দেবীকে গুড় উৎসর্গ করা হয়। 
প্রসঙ্গত, সাম্মাক্কা ও সারাক্কা হলেন কোয়া গোত্রের কিংবদন্তী দুই যোদ্ধা প্রায় ৮০০ বছর আগে কাকাতিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। চলতি বছর মেলায় যাবতীয় আচার-অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করার জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ করেছে।
Blogger দ্বারা পরিচালিত.