SBI অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় ধাক্কা


Odd বাংলা ডেস্ক: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশজুড়ে তাদের লকার চার্জ বাড়িয়ে দিল ৷ নতুন চার্জ ৩১ মার্চ ২০২০ থেকে লাগু করা হবে ৷ র জেরে বছরে লকার চার্জ প্রায় ৫০০ টাকা বেড়ে যেতে চলেছে ৷ স্টেট ব্যাঙ্ক ছোট লকারের চার্জ ৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে ৷ অন্যদিকে এক্সট্রা লার্জ লকারের দাম ৯০০০ টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ ব্যাঙ্কে লকার নেওয়ার নিয়ম কী- RBI এর নোটিফিকেশন অনুযায়ী, যে কোনও ব্যক্তি যে কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছাড়াও লকার নিতে পারবেন ৷ কিন্তু লকার ভাড়া ও সিকিউরিটি ডিপোজিটের জন্য বিনা অ্যাকাউন্টে লকার পরিষেবা দিতে চায় না ৷ শুধু তাই নয় বেশ কিছু ব্যাঙ্ক বড় অঙ্কের এফডি করানোর জন্যেও জোর দিয়ে থাকে ৷ তাই যেখানে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে লকার নেওয়ায় ভাল বলে মনে করা হয় ৷ এসবিআই-এর মিডিয়াম সাইজ লকারের দাম এবার ১০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে ৷ বড় লকারের ভাড়া ২০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে ৷ নতুন রেট কেবল মেট্রো শহর ও শহরাঞ্চলে লাগু করা হবে ৷ এর মধ্যে GST সামিল নেই ৷ এসবিআই ছোট শহরগুলিতে এবং গ্রামীণ অঞ্চলে সস্তায় লকার পরিষেবা দিয়ে থাকে ৷ এই সমস্ত এলাকায় লকারের চার্জ ১৫০০ টাকা থেকে শুরু হয় এবং ৯০০০ টাকা পর্যন্ত হয় ৷ লকারে রাখা জিনিসের জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও দায় নেবে না ৷ ভূমিকম্প, বন্যা ,জঙ্গি হামলা, ডাকাতির মতো ঘটনায় ব্যাঙ্কে তরফে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না ৷ তাদের মতে লকারে কী রয়েছে এই বিষয়ে তারা জানেন না ফলে তার দায়িত্ব তারা নেবেন না ৷ তাই লকারেও আপনার জিনিস ১০০ শতাংশ সুরক্ষিত নয় ৷
Blogger দ্বারা পরিচালিত.