দিল্লি জিততে গেলে আগে বাঙালিদের মন জিততে হবে


Odd বাংলা ডেস্ক: দিল্লির চিত্তরঞ্জন পার্ক, মহাবীর এনক্লেভ , নিবেদিতা এনক্লেভ ও টেগোর পার্ক এলাকায় মূলত সবচেয়ে বেশি বাঙালির বসবাস। দিল্লিই এমন একটি জায়গা যেখানে বাংলার বাইরে বাংলা মিডিয়াম স্কুল দেখতে পাওয়া যায়।প্রায় ২.১ লাখ বাঙালি আপাতত দিল্লির বাসিন্দা। আর সেই সমস্ত এলাকার মানুষকে কাছে পেতে ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে ভোট প্রচারে সরগরম দিল্লি। ২০১২ সালে দিল্লির পুরসভা নির্বাচনে চিত্তরঞ্জন পার্ক এলাকা থেকে ভোট নিজের দখলে রাখতে বিজেপি দাঁড় করিয়েছিল বাঙালি প্রার্থী আনন্দ মুখোপাধ্যায়কে। আর ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে সেই এলাকার ভোট টানতে বিজেপি প্রচার ময়দানে নামিয়েছে বাংলার তারকা বিজেপি সাংসদদের। দিল্লির বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় দলীয় প্রচারে পৌঁছে যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় সব বাঙালি সাংসদরা। উল্লেখ্য, গ্রেটার কৈলাস কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন বিজেপির শিখা রায়।
Blogger দ্বারা পরিচালিত.