অল্পবয়সীর নাগরিকদের সচেতন করে তুলতে টিকটক করছে পুলিশ, কীভাবে


Odd বাংলা ডেস্ক: বিনোদনের মাধ্যমে যুবক সম্প্রদায়ের কাছে পৌঁছানোটা সহজ। আর সেই কারণেই টিকটকে অ্যাকাউন্ট খুলল বেঙ্গালুরু পুলিশ। এই প্ল্যাটফর্মেই পুলিশের তরফে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার বেঙ্গালুরু পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বেঙ্গালুরু পুলিশ সর্বদা নাগরিকের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য সামাজিক মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) বিশ্বাসী। তাঁদের তরফে আরও জানানো হয়েছে যে, তাঁরাই প্রথম পুলিশ প্রশাসন যারা এমন বিনোদনের মাধ্যমে তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাঁদের কথায়, চিনা অ্যাপ টিকটকের মাধ্যমে সমনাজের যুবাদের কাছে খুব সহজেই পৌঁছে যাওয়া সম্ভব। ভিডিওগুলি সামাজিক সমস্যা সম্পর্কে জোড়াল বার্তা বহন করবে এবং যুবারাও নিছক বিনোদনের মাধ্যমেই সমাজ সম্পর্কিত বিভিন্ন বার্তা পাবে বলে জানিয়েছেন তিনি। 


প্রসঙ্গত এর আগে কেরল পুলিশ, উত্তরাখণ্ড পুলিশ এবং দুর্গ পুলিশ-ও একইভাবে নাগরিকদের মধ্যে সমাজ সচেতনতা প্রচারের জন্য টিকটকে এসেছে। নাগরিক কেন্দ্রীক যাবতীয় বিষয় টিকটকের মাধ্যমে পোস্ট করা হবে বলে জানা গিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.