'মহাত্মা গান্ধীর স্বাাধীনতা সংগ্রাম একটা নাটক', বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ


Odd বাংলা ডেস্ক: একের পর এক মন্তব্যের পর এবার গান্ধীজির স্বাধীনতা সংগ্রামকে 'নাটক' বলে মন্তব্য করলেন বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। তিনি আরও বলেন যে, যখন তিনি ইতিহাস পড়লেন এবং জানতে পেরেছিলেন যে, 'এমন মানুষ মহাত্মা নামে পরিচিত', তখন তাঁর রক্ত গরম হয়ে উঠেছিল বলেও জানান তিনি। 

সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফে প্রকাশিত খবরে জানা গিয়েছে, হেগড়ে আরও বলেছেন যে, সমগ্র স্বাধীনতা আন্দোলনটি ব্রিটিশদের সম্মতি ও সহযোগীতায় শুধুমাত্র মঞ্চস্থ হয়েছিল। এখানেই শেষ নয়, হেগড়ে আরও বলেন যে, এই তথাকথিত নেতাদের কেউই একবারও পুলিশের হাতে মার খাননি। তাদের স্বাধীনতা আন্দোলনটি ছিল একটা বিরাট নাটক, যা কেবল তাঁরা মঞ্চস্থ করেছিলেন। তাদের লড়াই কখনওই সত্যিকাররে লড়াই ছিল না। এ ছিল এক সমঝোতা। 

পাশাপাশি বিজেপি সাংসদ এও বলেন যে, কংগ্রেসের সমর্থকরা যে দাবি করেন, যে অনশন আর সত্যাগ্রহের জন্য ভারত আজ স্বাধীনতা পেয়েছে, তা সর্বৈব মিথ্যা। সত্যাগ্রহের কারণে ব্রিটিশরা দেশ ছাড়েনি বরং হতাশা থেকেই তারা স্বাধীনতা দিয়েছিল। 

উত্তরা কন্নড় থেকে ছয়বারের বিজেপি সাংসদ প্রধানমন্ত্রী মোদীর পূর্ববর্তী মন্ত্রীসভার একজন সদস্য ছিলেন। এরপর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাঁকে বাদ দেওয়া হয়। ২০১৯-এর নির্বাচনের আগে তিনি রাহুল গান্ধীকে 'হাইব্রিড টাইপ' বলে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন। ফের তাঁর এমন বিতর্কিত মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। 
Blogger দ্বারা পরিচালিত.