BUDGET 2020: কীসের ভয় মোদীর, তার নিরাপত্তার জন্য কেন বরাদ্দ ৬০০ কোটি?


Odd বাংলা ডেস্ক: বিজেপি সরকারের মধ্যমণি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশের অর্থনীতিতে যত মন্দাই থাক, মোদীর নিরাপত্তায় এতটুকু খামতি রাখতে চায় ভারতীয় জনতা পার্টি। তাই এ বার বাজটেও নরেন্দ্র মোদীর নিরাপত্তায় দরাজহস্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক লাফে ৬০ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে দিলেন। যার ফলে, এসপিজির জন্য বাজেট বেড়ে হল ৬০০ কোটি টাকা।

তার আগের বছরেই বাজেটে মোদীর এসপিজি নিরাপত্তায় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল ৫৪০ কোটি টাকা। তার আগের বছর এই ব্যয়বরাদ্দ ছিল ৪২০ কোটি টাকা। বর্তমানে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এসপিজি-র নিরাপত্তা পান। ৩০০০ সদস্যের এই বাহিনী মোদীর নিরাপত্তায় মোতায়েন থাকেন।
Blogger দ্বারা পরিচালিত.