মূল্যবৃদ্ধির হার ৭.৫ শতাংশ, সীতারমন কী এমন ম্যাজিক করবেন?


Odd বাংলা ডেস্ক: বাজেটে এমন কোনও পদক্ষেপ সরকারকে ঘোষণা করতেই হবে, যার মাধ্যমে মূল্যবৃদ্ধিতে লাগাম দেওয়া যায়। এই মুহূর্তে মূল্যবৃদ্ধির হার ৭.৫ শতাংশ ছাড়িয়েছে। আনাজ, আলু, পেঁয়াজ আগুন দাম। দৈনন্দিন বাজার করতেই মানুষ হিমশিম খাচ্ছে। আর প্রবল লোকসানের মুখে পড়তে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদর। এর অবশ্য আর একটা কারণও রয়েছে—জিএসটি। নোট বাতিল ছোটখাট কোম্পানিগুলির কোমর ভেঙে দিয়েছিল। আর জিএসটি সোজা কথায় পথে বসিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপরও জিএসটি এমনভাবে মেঘ বিস্তার করে রেখেছে যে, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনধারণই অভিশাপ হয়ে দেখা দিয়েছে। সরকার এবং জিএসটি নির্ধারক কমিটিকে সবার আগে এদিকে নজর দিতে হবে। মানুষের হাতে টাকার জোগান নেই। বড় কোম্পানিগুলিতে লাগাতার ছাঁটাই হচ্ছে। এবং যাঁদের চাকরি যাচ্ছে, শত চেষ্টা করে তাঁরা নতুন চাকরি জোটাতে পারছেন না। ডিগ্রি বা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও। কঠিন সত্যিটা হল, কোম্পানিগুলি খরচ কোনও মতেই বাড়াতে চাইছে না। লোকসান করে কর্মী নিয়োগ তারা করবে না। বাজারে পণ্যের চাহিদা থাকলে উৎপাদন বাড়বে, তখন না হয় কর্মসংস্থানের কথা ভাবা যাবে। আপাতত নয়। তাও বড় কোম্পানিগুলি কিছুটা হলেও ভারসাম্য বজায় রেখে চলছে। বেহাল অবস্থা ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র সেক্টরের। এই এমএসএমই ক্ষেত্রকে চাঙ্গা করার জন্য ১২ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ চেয়েছেন নীতিন গাদকারি। যদি এই সেক্টরকে চাঙ্গা করা যায়, তাহলে তা অর্থনীতির পক্ষে মঙ্গল হবে। কারণ এই ছোটখাট শিল্পগুলিতেই সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়ে থাকে। তবে প্রস্তাব বা ভাবনা তো এই একটা নয়! আরও অনেক আছে। তার জন্য অর্থের জোগান হবে কীভাবে? এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ বেসরকারিকরণ করছে কেন্দ্র। পাশাপাশি তালিকায় রয়েছে ভারত পেট্রলিয়ামের মতো সংস্থাও। এ কথা সত্যি, লাভজনক সংস্থার শেয়ার বিক্রি না করলে কাঙ্ক্ষিত দাম সরকার পাবে না। যে সংস্থা ধুঁকছে, তার শেয়ার ছাড়লে কম দামই পাওয়া যাবে। আর সরকারের লক্ষ্য অর্থনীতির হাল ফেরানো। তাই নজরে লাভজনক সংস্থাই থাকবে। একইসঙ্গে কৃষিক্ষেত্রে বরাদ্দ বাড়ানোও জরুরি। আজকের দিনে দাঁড়িয়ে দেশের প্রায় সর্বত্র কাঁচা সব্জির দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কৃষিক্ষেত্র, বিশেষত কৃষি গবেষণায় বরাদ্দ বাড়িয়ে এবং পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে জোর দিলে এই সঙ্কট থেকে মুক্তির দিশা মিলতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.