তামিলনাডুতে ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু ২০ জনের


Odd বাংলা ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা তামিলনাড়ুতে ৷ এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহত বহু ৷ বৃহস্পতিবার ভোর রাতে ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটে তামিলনাড়ুর অবিনাশী এলাকায় ৷ KSRTC (Karnataka State Road Transport Corporation)-এর একটি ভলভো বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মাল বোঝাই লরির ৷ যাত্রী বোঝাই বাসটি বেঙ্গালুরু থেকে এরনাকুলামের দিকে যাচ্ছিল ৷ প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, উল্টো দিক থেকে আসা মাল বোঝাই লরিটির টায়ার ফেটে যায় ৷ লরির পিছনের কন্টেইনারটি আলাদা হয়ে গিয়ে কয়েকবার পাক খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে ঢুকে যায় বাসটির মধ্যে ৷ গভীর রাতে ঘুমের ঘোরে ছিলেন যাত্রীরা ৷ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ ৷ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা ৷ দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ ৷
Blogger দ্বারা পরিচালিত.