করোনাভাইরাসের কারণে পর্যটকহীন হতে পারে এই দেশ! কোটি টাকার ক্ষতির আশঙ্কা


Odd বাংলা ডেস্ক: চিনের করোনাভাইরাসের প্রভাব রীতিমতো মহামারির আকার ধারণ করেছে। এর প্রভাবে বিরাট প্রভাব পড়েছে ভিয়েতনাম পর্যটনের ওপর। আন্তর্জাতিকক্ষেত্রে পর্যটকরা আগামী তিনমাসে ভিয়েতনাম যাবেন না বলেই স্থির করেছেন। 

আগামী তিন মাসে ভিয়েতনামের পর্যটন কেন্দ্রের তরফে জানা গিয়েছে তাদের আয়ের পরিমাণে ৭.৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হতে পারে বলে আশাঙ্কা করা হচ্ছে। প্রতি বছর একটা বিরাট সংখ্যক চিনা পর্যটক ভিয়েতনামে আসত। পর্যটন দফতর অনুমান করছে যে, করোনাভাইরাসের কারণে স্বাভাবিকের চেয়ে ২ মিলিয়ন কন পর্যটক আসবে। 

প্রসঙ্গত গত বছর চিন থেকে ভিয়েতনাম গিয়েছিলেন প্রায় ১৮ মিলিয়ন পর্যটক। যার থেকে বিপুল অর্থ আয় করেছিল ভিয়েতনাম পর্যটক। কিন্তু এবার সেই অর্থে অনেকটাই ভাটা করবে বলে আসা করা হচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.