করোনা আতঙ্কের মধ্যেই চিনা প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ভারতীয় যুবক...


Odd বাংলা ডেস্ক: এক মারণ ভাইরাস যখন এক দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে প্রবেশ করছে, ঠিক তখনই এক চিনা মহিলাকে নিজেগর জীবনসঙ্গী বানালেন এক ভারতীয়, তাও আবার ভারতীয় বিয়ের রীতি মেনেই। 

চিনা মহিলাটি সপিরবারে মধ্যপ্রদেশে আসেন। পাত্র মধ্যপ্রদেশের মন্দাসৌর-এর। তাঁদের প্রেমের সম্পর্কের ভীত গড়ে উঠেছিল আজ থেকে প্রায় ৫ বছর আগে কানাডায়। ভারতের সিদ্ধার্থ এবং চিনা সুন্দরী জি হাও-এর দেখা হয় ওকভিলের সেরিদান কলেজে। আলাপের পর বন্ধুত্ব, তারপর বন্ধুত্ব প্রেম পর্যন্ত গড়াতে বেশি সময় নেয়নি। এরপর দুই পরিবারের তরফে শুরু হয় বিয়ের কথাবার্তা। দুই আলাদা দেশে, আলাদা সংস্কৃতি সত্ত্বেও দুই তরফেই একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়ার কোনও চেষ্টাই বাকি রাখেননি। কনেপক্ষ বরং ভারতীয় রীতি-নীতি এবং আতিথেয়তা নিয়ে এতটাই মুগ্ধ ছিল যে, তারা ভারতকে একটি 'দুর্দান্ত দেশ' বলে আখ্যায়িত করেন। 


কনের মা জিন গুয়ান জানিয়েছেন সিদ্ধার্থের সঙ্গে তাঁর মেয়ের বোঝাপড়া অত্যন্ত ভাল এবং বিয়ের পরে তাঁর মেয়ে যে সুখী হবেন সেই নিয়েও আশাবাদী তিনি। তবে এদেশে পা রাখার পরই নিয়ম অনুসারে নববধূ এবং তাঁর পরিবারের মেডিকেল চেকআপও করানো হয়েছিল। যদিও তার পরিবারের কারওর মধ্যেই করোনাভাইরাসের কোনও লক্ষণ ছিল না, কিন্তু তা সত্ত্বেও নিয়ম রক্ষার্থে তাঁদের সকলেরই মেডিকেল টেস্ট করানো হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.