৭৪ বছর বয়সে প্রয়াত কম্পিউটারের 'cut copy paste'-এর স্রষ্টা ল্যারি টেসলার


Odd বাংলা ডেস্ক: কাট-কপি-পেস্ট (cut copy paste) কম্পিউটার ব্যবহারকারীদের কাছে খুবই পরিচিত একটা বিষয়। ছোট থেকে বড় যেকোনও কপি খুব সহজেই কপি করে পেস্ট করার এই অভিনব উপায় যাঁর মস্তিষ্কপ্রসূত তিনি হলেন আমেরিকার বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার। 

৭৪ বছর বয়সে প্রয়াত হলেন বিখ্যাত এই কম্পিউটার বিজ্ঞানী। বুধবার সিলিকন ভ্যালিতে প্রয়াত হন ইনি। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কাট-কপি-পেস্ট ছাড়াও, রিপ্লেস (Replace) বা ফাইন্ড (Find)-এর মতো কম্যান্ডেরও জনক হলেন এই ল্যারি টেসলার। স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 'হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন'-এর ওপর স্পেশালাইজেন করেছিলেন তিনি। 

অ্যাপল-এর সঙ্গে প্রায় ১৭ বছর ধরে কাজ করেছেন তিনি। অ্যাপল ছাড়াও ইয়াহু এবং আমাজন এবং জেরক্স পালো অল্টো রিসার্চ সেন্টারের সঙ্গেও কাজ করেছেন তিনি। কম্পিউটার ব্যবহারকে আরও সহজ করে তোলা এই বিজ্ঞানীর প্রয়াণে অপূরণীয় ক্ষতি অনুভব করছে কম্পিউটার বিজ্ঞানীরা।  
Blogger দ্বারা পরিচালিত.