এটাই কি মানোন্নয়ন? কলকাতা বইমেলাতেই বিক্রি চটুল কবিতার বই, ভাইরাল ছবি


Odd বাংলা ডেস্ক: বেশ উন্নতি হচ্ছে বাংলা সাহিত্যের। এবার বইমেলাতেই বিক্রি হচ্ছে এমন এক কবিতার বই যেটাকে দেখলে আপনার চটি গল্প ছাড়া আর কিছুই মনে হবে না। এখন চটি গল্প সাহিত্য সৃষ্টি কিনা সেটা নিয়ে বিতর্কে গেলে এই খবরের কোন অর্থ নেই। তবু যদি চটি রচনাকে খুব নিম্নমানের সাহিত্য সৃষ্টি ধরি, তাহলেও এই ভাবে কবিতার নামে অনাচার করাটা প্রকাশক এবং লেখকের উচিত হয়নি।


ফেসবুকে এই কবিতার বইয়ের ছবিটা দিয়েছে অন্বয় গুপ্ত। বর্তমানে আকাশবানী কলকাতায় একজন ঘোষক হিসেবে কর্মরত। তার এই ছবিই সাক্ষি যে বইমেলা আর বইয়ের মেলা নেই। দেশ জুড়ে ইন্টারনেটে সেনসর আনার চেষ্টা হচ্ছে। কিন্তু মুদ্রণের ক্ষেত্রে কি কোনও গাইডলাইন থাকবে না? এই সাহিত্য সৃষ্টি শুধু লজ্জার নয়, বর্তমানের সংস্কৃতিকে কুৎসিতভাবে হাজির করছে এই কবিতা। বইমেলাতে কোন বই বিক্রি হবে, কারা স্টল পাবে সেটার জন্য দরকার একটা বিশেষ মনিটরিং কমিটি।
Blogger দ্বারা পরিচালিত.