বেড়েই চলেছে মৃতের সংখ্যা, কোথায় গিয়ে থামবে কেউ জানে না


Odd বাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ জন। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ২৬৫ জন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৪২৪ জন। আর দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৮৮ জন। চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গতকাল নতুন করে ৪৪ জন এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন এবং আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। তবে আশার বিষয় হচ্ছে এখন পর্যন্ত ৩৬ হাজার ৪৩৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরই মধ্যে এন্টার্কটিকা ব্যতিত জনবসতিপূর্ণ সবকটি মহাদেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭০ জন। চীনের বাইরে এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৩ জন। এ ছাড়া ইরানে ২৬, ইতালিতে ১৬ জন মারা গেছেন এই ভাইরাসে। প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়ে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ৫৪টি দেশে ছড়িয়ে পড়েছে।
Blogger দ্বারা পরিচালিত.