মারণ করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫০০! আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৩,০০০


Odd বাংলা ডেস্ক: নিজের রেকর্ড নিজেই ভাঙছে করোনাবাইরাস। মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় ১৫০০-এর কাছাকাছি। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়ে হয়েছে ৬৩,৮৪১ জন।

বৃহস্পতিবার মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ১২১ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৮৮। তবে ওই একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। বৃহস্পতিবার আরও ৫,০৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এতদিন কেবল বিশেষ কিট দিয়ে করা পরীক্ষায় শরীরে ভাইরাস ধরা পড়লেই সেই ব্যক্তিকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ঘোষণা করা হচ্ছিল। কিন্তু এই কিটেরও সঙ্কট দেখা  দিয়েছে। যার জন্য চিনা প্রশাসন বুধবার থেকে নোভেল করোনাভাইরাস পরীক্ষার নয়া নিয়ম চালু করেছে। 

আর সেই মোতাবেক এখন থেকে সিটি স্ক্যানের রিপোর্টকেও গ্রাহ্য করা হবে। আর এই ব্যবস্থা চালুর পর শুধুমাত্র উহান প্রদেশ থেকেই কয়েক হাজার মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। একধাক্কায় অনেকখানি বেড়ে গিয়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। 
Blogger দ্বারা পরিচালিত.