আয়ুর্বেদিক শাস্ত্র মেনে তৈরি হয়েছে করোনাভাইরাসের ওষুধ! রয়েছে গোবর-গোমূত্রের ফর্মুলাও



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে চিনে ইতিমধ্যেই মৃতের সংখ্যা চারশো ছাড়িয়েছে। কেরলে ইতিমধ্যেই তিনজন ব্যক্তি এই মারণভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। যার ফলে কেরল সরকার এই পরিস্থিতিকে 'রাজ্য বিপর্যয়' বলে ঘোষণা করেছেন। 

প্রসঙ্গত এই মারণ ভাইরাসটি প্রথম সনাক্ত করা হয় চিনের উহান প্রদেশে। এরপর এটি দ্রুত সংক্রমণের পথে এগিয়ে সীমানা পেরিয়ে যখন ভারতে প্রবেশ করে তখন বিভিন্ন স্থাস্থ্য কর্তৃপক্ষ এই রোগ প্রতিরোধ করা যায় কীভাবে সে সম্পর্কে নানারকম পরামর্শ দিয়েছেন। 

আয়ুষ মন্ত্রক (AYUSH- Ayurveda, Yoga & Naturopathy, Unani, Siddha, Sowa Rigpa and Homoeopathy)-এর আয়ুর্বেদিক পদ্ধতিতে বিভিন্ন পরামর্শের দিয়েছেন। পাশাপাশি তামিলনাড়ুর আয়ুর্বেদা এবং সিদ্ধার একজন চিকিৎসক এই করোনাভাইরাসের নিরাময় খুঁজে পেয়েছেন বলে দাবি জানিয়েছেন। সিদ্ধা এবং আয়ুর্বেদিকক্ষেত্রে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ওই চিকিৎসক জানিয়েছেন , তাঁর তৈরি ফর্মুলেটেড মেডিসিন যেকোও ধরণের ভাইরাল জ্বরের নিরাময় করতে পারে। করোনভাইরাসের অন্যতম লক্ষণ হল উচ্চ জ্বর। চিকিৎসক আরও দাবি করেছেন যে, ওষুধটি ২৪-৪০ ঘন্টার মধ্যে করোনাভাইরাসজনিত সংক্রমণের চিকিৎসা করতে পারে।

তবে এর পাশাপাশি হিন্দু মহাসভাও এই রোগের একটি চিকিৎসা নিয়ে এসেছে, যা হল- গো-মূত্র এবং গোবর। হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ বলেছেন, করোনভাইরাস রোগের চিকিৎসার জন্য গো-মূত্র এবং গোবর ব্যবহার করা যেতে পারে। তিনি আরও বলেছিলেন যে, করোনভাইরাসকে নির্মূল করতে এবং বিশ্ব থেকে এর প্রভাব শেষ করতে একটি বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত করতে হবে।

চক্রপাণি আরও বলেছেন, গো-মূত্র ও গোবর খাওয়ার ফলে সংক্রামক করোনভাইরাসটির প্রভাব বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি ওম নমঃ শিবায়ঃ জপ করে সারা গায়ে গোবর মাখবেন, সে এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে। যদিও ভারতে এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে যে তিনটি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, তা সবই কেরলে।
Blogger দ্বারা পরিচালিত.