'একটা কম্পন অনুভব করছি', ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে ভোটের ফল জানতে পারলেন মনোজ তিওয়াড়ি


Odd বাংলা ডেস্ক: দিল্লিতে আজ অনুষ্ঠিত হয়ে গেল বিধানসভা নির্বাচন। আজ ভোটাধিকার প্রয়োগ করার পর রাজ্য বিজেপি প্রধান মনোজ তিওয়ারি জানান যে, তাঁর ষষ্ঠ ইন্দ্রিয় তাঁকে বলছেন, রাজধানীতে এবার তাঁর দলই ক্ষমতায় আসতে চলেছে। 

তবে তাঁর নেতৃত্বে রাজধানীতে বিজেপি জয়লাভ করলে তিনিই দিল্লির মুখ্যমন্ত্রীর আসনে বসবেন কিনা সেই নিয়ে কোনও মন্তব্যই করেননি ভোজপুরী শিল্পী-গায়ক-অভিনেতা তথা রাজনীতিবিদ মনোজ তিওয়াড়ি। তবে রাজধানীতে জয়লাভের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আজ আমি চারপাশ থেকে একটা কম্পন অনুভব করছি। অনেকেই রয়েছেন, যাঁরা ষষ্ঠ ইন্দ্রিয়তে বিশ্বাসী... আজ আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে রাজধানীতে এবার বিজেপিই সরকার গঠন করবে।'

তিনি আরও বলেন যে, তাঁর সঙ্গে তাঁর মায়ের আশীর্বাদ রয়েছে। গত ২ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন উপলক্ষ্যে তাঁর মা বারাণসী থেকে তাঁর কাছে এসেছেন। আর এই প্রথমবার বিজেপির ছত্রছায়ায় তিনি দিল্লি নির্বাচনের জন্য লড়ছেন। তবে এর আগের দফায় আদ আদমী পার্টির পারফরমেন্স যা ছিল, সেই একই কামালও এইবারও দেখাতে পারবে আপ নাকি এবার পট পরিবর্তনের পালা। উত্তর জনতার হাতে।
Blogger দ্বারা পরিচালিত.