বেতের ঝুড়ি, বালতি-হাঁড়ি, প্রাণ বাঁচাতে দিল্লি পুলিশ সবই ব্যবহার করল
Odd বাংলা ডেস্ক: দিল্লি হিংসার বলি বেড়ে হল ২৪। জখম প্রায় ২৫০ জন। জিটিবি হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে বুধবার ভোটে হিংসার দরুণ আরও ১১ জন নিহত হয়েছেন। দিল্লি হাইকোর্ট দিল্লি হিংসা সংক্রান্ত শুনানিতে জানিয়েছে, ‘রাজধানীতে আরেকবার ১৯৮৪ সালের দাঙ্গা হতে দিতে পারি না। প্রশাসনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনা একান্ত প্রয়োজন।’ এদিকে শাহিনবাগ মামলার শুনানিতে নাটকীয়ভাবে দিল্লি হিংসা নিয়ে পর্যবেক্ষণের কথা জানান বিচারপতি কৌল ও যোশেফ। বলেন ‘হিংসার মদতদাতাদের পুলিশ প্রশয় না দিলে এই ঘটনাই ঘটত না। ‘
তবে এই সব কিছুর মাঝে সোমবার দেশবাসী দেখলো দিল্লি পুলিশের বেগতিক অবস্থা। এমনই চরমে পৌঁছে যায় উত্তেজিত জনতা যে পুলিশকেও রেয়াত করে নি। মাথার ওপর পড়তে থাকা ইট-পাটকেল থেকে বাঁচতে পুলিশকে আশ্রয় নিতে হয় বেতের ঝুড়ি, প্লাস্টিকের বালতি ও স্টিলের হাঁড়ির। এই ছবি দেখেই অনেকে বলছেন যে দিল্লি পুলিশের উচিত ও নিজেদের আরও প্রস্তুত করা। দরকার সঠিক সরঞ্জামের।
Post a Comment