বড় রাজনৈতিক নেতা এবং বিচারকদের খুনের ছক কষছে দাউদ-ঘনিষ্ঠ ছোট সাকিল, রিপোর্ট ঘিরে চাঞ্চল্য
Odd বাংলা ডেস্ক: দিল্লি পুলিশের স্পেশাল সেল-এর তরফে জানানো হয়েছে এক বিশেষ তথ্য, যার জেরে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। শুক্রবার দিল্লি পুলিশের স্পেশাল সেল আন্ডারওয়র্ল্ড ডন ছোট শাকিলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।
এফআইআর অনুসারে, দিল্লির স্পেশাল সেল-এর কাছে ইনপুট ছিল যে, ছোট শাকিল দিল্লির বড় বড় রাজনৈতিক নেতাদের পাশাপাশি একাধিক বিচারককেও খুনের ছক কষেছে। এক কথায় বলতে গেলে, ছোট শাকিলের হিট লিস্টে রয়েছেন রাজনৈতিক নেতা ও বিচারকরা। আর এই খুনের অপারেশন চালানোর জন্য ছোট শাকিলের হাতে থাকা উচ্চ-স্তরের আগ্নেয়াস্ত্র থাকার খবর পাওয়া গিয়েছে।
স্পেশাল সেলের কাছে কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে যা ইঙ্গিত দেয় যে, ছোট শাকিল দিল্লির বিখ্যাত রাজনৈতিক নেতাদের হত্যার পরিকল্পনা করছে। দিল্লি পুলিশ নেতাকর্মীদের এবং বিচারকদেরকে এই বিপদের বিষয়ে সতর্কও করেছে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, যে অভিযান চালাতে ছোট শাকিল ইতিমধ্যে তার সহযোগীদের মধ্যে উচ্চমানের আগ্নেয়াস্ত্র বিতরণ করে দিয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্য এই খবর পরিবেশিত হতে দেখে দাউদ-সহচর ছোট সাকিল বলেন 'আমি এ জাতীয় কোনও পরিকল্পনা করছি না, বা কাউকে টার্গেট করছি না, সবই মিথ্যা।'
Post a Comment