বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়ির মধ্যেও লুকিয়ে থাকতে পারে দুর্ভাগ্য


Odd বাংলা ডেস্ক: ঘড়িরা কাজ কেবল সময় বলাই নয়, সময়কে নিয়ন্ত্রণও করাও। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের দেওয়ালে ঘড়ি টাঙানো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনতে পারে দেওয়ালে টাঙানো ঘড়ি। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কথা জানা যায় বাস্তুশাস্ত্র থেকে।


  • ভুল করেও বন্ধ হয়ে যাওয়া ঘড়ি ঘরে রেখে দেবেন না। 
  • দ্রুত ঘড়িতে ব্যাটারি লাগিয়ে তাকে সচল করে রাখুন। 
  • ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ঘড়ি ফেলে দিন। অন্যথায় দুর্ভাগ্য আপনাকে তাড়া করতে পারে। 
  • ঘড়ি কোথায় টাঙানো হচ্ছে, তার উপরেও অনেক কিছু নির্ভর করছে। 
  • কখনও দরজায় বা বাড়ির প্রধান প্রবেশপথে ঘড়ি টাঙাবেন না। 
  • এতে নেগেটিভ এনার্জির সঞ্চার হয়। 
  • ঘরের উত্তর, পূর্ব বা পশ্চিম দিকে লাগানো উচিত। 
  • ভুলেও দক্ষিণ দিকে লাগাবেন না। তাতে জীবনে দুর্ভাগ্যের সঞ্চার ঘটে।
Blogger দ্বারা পরিচালিত.