বাড়ির সদর দরজায় লাগান স্বস্তিক চিহ্ন, রাতারাতি বদলে যাবে ভাগ্য


Odd বাংলা ডেস্ক: নতুন বাড়ি কিনলে বাড়ির দেওয়াল বা সদর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকার একটা রেওয়াজ আছে। সেইসঙ্গে অনেকে গণেশের মূর্তিও রাখেন। তবে গৃহস্থ বাড়িতে স্বস্তিকা চিহ্ন রাখার অনেকগুলি সুবিধা রয়েছে। জেনে নিন সেগুলি কী কী- 

১) বাস্তু দোষ কাটায়- বাস্তু অনুসারে ৯টি ধাতু এবং রুপো দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন যদি বাড়ির পূর্ব দিকে রাখা যায়, তাহলে বাস্তু দোষ কেটে যেতে বেশি সময় লাগে না। শুধু তাই নয়, গৃহস্থের অশুভ শক্তির প্রভাবও কমতে থাকে। ফলে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা যায় কমে। 

২) সমৃদ্ধি ফুলে-ফেঁপে উঠল- বিশেষজ্ঞদের মতে বাড়ির সদর দরজায় বা বাইরের দেওয়ালে সিঁদুর এবং তেল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকলেও অনেক উপকার পাওয়া যায়। এর ফলে প্রতিটি সদস্যের কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। সেইসঙ্গে অর্থনৈতিক উন্নতি লাভের পথও প্রশস্ত হতে থাকে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা অবশ্যই এই পদ্ধতিটি ব্যবহার করুন। 

৩) পঞ্চ ধাতুর স্বস্তিকা- মনে করা হয়, যে পঞ্চ ধাতু দিয়ে তৈরি স্বস্তিকা চিহ্ন যদি বাড়ির মূল ফটকের উপরে লাগালে পরিবারের সদস্যের কোনও না কোনও উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে পরিবারের সামাজিক সম্মানও বৃদ্ধি পায়। সেইসঙ্গে ঘুচে যায় আর্থিক সঙ্কটও। 

৪) গৃহস্থে সুখ- বাড়ির মূল দরজায় স্বস্তিকা চিহ্নের আঁকলে গৃহস্থ পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব পড়ে। আর এমনটা যখন হয়, তখন পরিবের সুখ-শান্তির পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমে যায়।

৫) ব্যবসায় উন্নতি ঘটে- বাস্তু বিশেষজ্ঞরা বলেন বাড়ির সদর দরজায় দুদিকেই যদি স্বস্তিকা চিহ্নের স্টিকার লাগালে ৬ মাসের মধ্যে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভ করার সম্ভাবনা বেড়ে যায়। এর পাশাপাশি ব্যবসাতেও চরম উন্নতি ঘটে। 
Blogger দ্বারা পরিচালিত.