প্যানকার্ডে এই ভুলটি করলেই হতে পারে ১০,০০০ টাকা জরিমানা!
Odd বাংলা ডেস্ক: প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর শেষ তারিখ এগিয়ে আসছে৷ আয়কর বিভাগের তরফে একাধিকবার প্যান ও আধার লিঙ্ক করার ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এরপরও ১৭ কোটি মানুষ কিন্তু এখনও প্যান ও আধার লিঙ্ক করাননি৷ কোনও ব্যক্তি বা সংস্থার কাছে দুটি প্যান নম্বর থাকতে পারে না৷ যদি কোনও ব্যক্তির কাছে দুটি প্যান কার্ড থাকে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে৷
কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার আগে অতিরিক্ত প্যান নম্বর থাকলে তা সারেন্ডার করাই ভাল৷ তবে জানেন কি একের অধিক প্যান থাকলে তা কীভাবে সারেন্ডার করবেন? ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুসারে, কোনও ব্যক্তির কাছে একের বেশি প্যান নম্বর থাকলে ১০ হাজার টাকার জরিমানা হতে পারে৷ অতিরিক্ত প্যান কার্ড সারেন্ডার করার জন্য অনলাইন বা অফলাইন যেকোনও একটি পদ্ধতির মাধ্যমে আবেদন করা যেতে পারে৷
এর জন্য NSDL এর ওয়েবসাইট বা অফিসে গিয়ে রিক্যুয়েস্ট ফর নিউ প্যান কার্ড অথবা চেঞ্জেস অ্যান্ড কারেকশন ইন প্যান ডেটা ক্লিক করুন৷ এই ফর্ম ফিল আপ করে জমা দিন৷ এই ফর্মে যে প্যান নম্বরটি রাখতে চান সেটি উপরে দিন৷ আর বাকি যে প্যান নম্বর বাতিল করতে চান সেগুলি ফিলআপ করুন৷ যে প্যান নম্বর বাতিল করতে চান সেটির একটি কপি ফর্মের সঙ্গে অ্যাটাচ করুন৷
Post a Comment