শিবলিঙ্গে হলুদ জল ঢালেন? জানেন কত বড় ভুল করছেন


Odd বাংলা ডেস্ক: হিন্দু দেব-দেবীদের মধ্যে সবচেয়ে অল্পেতেই যিনি সন্তুষ্ট হল তিনি হলেন দেবাদিদেব মহাদেব। একরাশ উপাচার ছাড়াই কেবল মনে একটু ভক্তি নিয়ে ডাকলেই ভক্তের ডাকে সাড়া দেন মহাদেব। প্রতি সোমবার করে ধুতরা ফুল, বেল পাতা দিয়ে শিবলিঙ্গে জল ঢাললেই খুশি হন মহেশ্বর। 

তবে অনেকেই বাবার মাথায় জলের বদলে দুধও ঢালেন। শিবলিঙ্গে অনেকে চন্দনের প্রলেপও লাগিয়ে থাকেন। শিব পুরাণ অনুসারে, মহাদেবকে ভস্ম মাখানো হলে তিনি সবথেকে বেশি খুশি হন।  

কিন্তু জানেন কি, শিবলিঙ্গে কখনই হলুদ মাখানো বা হলুদ জল ঢালা উচিত নয়। এর নেপথ্যে দুটি কারণ রয়েছে- বাল হয়, হলুদ আদতে সৌন্দর্য্যের উপাদান। যার সঙ্গে মহাদেবের দূর-দূরান্তে কোনও সম্পর্ক নেই। ভোলানাথ খুবই সাধারণ জীবনযাপন করেন। গায়ে ছাই-ভস্ম মেখে, বাঘছাল পরিধান করে থাকেন।পার্থিব জিনিসের প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই। তাই হলুদ মহাদেবের সঙ্গে একেবারেই যায় না। আর একটি বিষয় যা পূরাণ বলে, তা হল, শিবলিঙ্গ আদতে যৌনাঙ্গের প্রতীক। তাঁকে ঠান্ডা রাখতে চন্দন, ভস্ম, দুধ ও জল দিয়েই পুজো করা উচিত। 
Blogger দ্বারা পরিচালিত.